শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > আইএসের টুপি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: হাছান মাহমুদ

আইএসের টুপি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: হাছান মাহমুদ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বহুল আলোচিত হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে দুজনের মাথায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতীক সংবলিত কালো টুপির বিষয়টি তদন্ত হচ্ছে।

তদন্তে যা বেরিয়ে আসবে, সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। দেশে যেভাবে জঙ্গি দমন করা হচ্ছে, তা অনেক উন্নত দেশও করতে পারেনি।

হাইকোর্ট এলাকায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গ পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে সন্ত্রাস, ধ্বংসাত্মক ও ভাঙচুরের রাজনীতি করে, এ ঘটনা তা-ই প্রমাণ করে।