বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ব্যবহারকারীদের অজান্তেই তাদের অবস্থানের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি অ্যানড্রয়েডের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ‘ব্রাইটেস্ট ফ্ল্যাশলাইট’ ব্যবহারকারীদের তথ্য চুরির প্রমাণ পেয়েছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।
জানা গেছে, বিনা মূল্যের অ্যাপটি ডাউনলোড করলেই অ্যাপটির লোকেশন ট্র্যাকিং সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীর অবস্থানের তথ্য নিয়মিত সংগ্রহ করছিল অ্যাপটির নির্মাতা গোল্ডেনশোরস টেকনোলজি। এসব তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করত তারা। ঠিক কতজন ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা না গেলেও এ সংখ্যা কয়েক কোটি বলে ধারণা করা হচ্ছে।
এফটিসির নির্দেশমতো গোপনীয়তা নীতিমালায় পরিবর্তন আনার পাশাপাশি সংগ্রহ করা সব তথ্য মুছে ফেলতে রাজি হয়েছে গোল্ডেনশোরস টেকনোলজি।