শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অ্যাপলের কাছে হেরে গেল কোকা-কোলা

অ্যাপলের কাছে হেরে গেল কোকা-কোলা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কোকা-কোলাকে হারিয়ে ‘গ্লোবাল বেস্ট ব্রান্ডস’ এর মর্যাদা পেয়েছে অ্যাপল।ইন্টারব্রান্ড নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপের রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিন ধরে তালিকার শীর্ষে থাকা কোকা-কোলাকে হারিয়ে পৃথিবীর সবচেয়ে সেরা ব্রান্ডের মর্যাদা পেল স্টিভ জবস এর অ্যাপল।

গত বছর অ্যাপল বিশ্বের দুই নম্বর এবং এর আগের বছর আট নম্বর ব্র্যান্ডের অবস্থানে ছিল। অন্যদিকে টানা তের বছর তালিকার শীর্ষে ছিল কোকা-কোলা।

ইট’স দ্য রিয়েল থিং” স্লোগানের জনপ্রিয় পানীয় কোকা-কোলা এই প্রথম শীর্ষস্থান হারাল। এবারের জরিপে কোকা-কোলার স্থান হয়েছে তিন নম্বরে।

গত ২০০০ সাল থেকে ইন্টারব্রান্ড প্রতিবছর জরিপটি পরিচালনা করে আসছে। আর্থিক পারফরম্যান্সসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা ১০০ ব্রান্ড বাছাই করা হয়।

ইন্টারব্র্যান্ড ২০ বছর ধরে এ বিশ্বের সেরা ব্র্যান্ডের প্রতিবেদন প্রকাশ করে আসছে।

সম্প্রতি অ্যাপল আইফোন সিরিজের নতুন দুইটি মডেল উম্মোচন করেছে। বিশ্বজুড়ে আইফোনের উম্মাদনা কমছেই না। তাই এই প্রতিবেদনের পর এখন নিশ্চয় আধ খাওয়া অ্যাপলের হাওয়ায় ভাসার সময়।

গত বছর চতুর্থ স্থানে থাকা জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার দ্বিতীয় স্থান দখল করেছে।

রিপোর্টে দেখা যায়, গত বছর অ্যাপলের সম্পদ ২৮ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৯৮০৩ কোটি ডলারে। কোকা-কোলার সম্পদ ২ শতাংশ বেড়ে হয়েছে ৭৯০২ কোটি ডলার।

তালিকায় সেরা দশের মধ্যে আছে মাইক্রোসফট, স্যামসাং ও ইন্টেল। ফেসবুক গত বছরের ৬৯ নম্বর থেকে উঠে এসেছে ৫২ নম্বরে।

এদিকে, নকিয়া গত বছরে ১৯ নম্বরে থাকলেও এবার স্থান পেয়েছে ৫৭ নম্বরে।

তালিকায় থাকা ১০০ ব্রান্ডের মধ্যে সবেচেয় পিছিয়ে গেছে নকিয়া।

অন্যদিকে এই প্রথমবারের মত সেরা ১০০ ব্রান্ডের তালিকায় স্থান করে নিতে ব্যর্থ হয়েছে ব্লাকবেরি।

সূত্র: নিউইয়র্ক টাইমস