শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ফিরছে নোকিয়া

অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ফিরছে নোকিয়া

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নোকিয়া যে স্মার্টফোন নিয়ে ফের বাজারে ফিরছে, মাসখানেক আগেই তা ঘটা করে জানিয়েছিল। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যে অনলাইনে ফাঁস হয়ে গেল নোকিয়ার প্রথম স্মার্টফোনের ছবি।

চাইনিজ ওয়েবসাইটে পহসড়-য় ঘড়শরধ ঈ১ স্মার্টফোনের ছবি প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, থাকছে ৫ ইঞ্চি ঐউ ১০৮০পি স্ক্রিন। অ্যান্ড্রয়েড ভার্সন ৬.০ মার্শমালো এবং ইনটেল অ্যাটম প্রসেসর।

একসময় বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন তৈরি করত নোকিয়াই। ২০১৪-য় ফিনল্যান্ডের এই কোম্পানি তাদের ফোনের ব্যবসা বেচে দেয় মাইক্রোসফটকে। অ্যাপল আইফোনের সঙ্গে এঁটে উঠতে না-পারার কারণেই, ফোনের ব্যবসা থেকে সরে যায় নোকিয়া। বছর ঘোরার আগেই ফের বাজারে ফেরার সিদ্ধান্ত নেয় নোকিয়া। ফোনের লাইসেন্স ফিরে পেতে মাইক্রোসফটের সঙ্গে পুনরায় চুক্তি করে নোকিয়া। এর পর গত জুনেই সংস্থার চিফ এগজিকিউটিভ ঘোষণা করেন, অংশীদার মাইক্রোসফটের ছাড়পত্র মেলায় ২০১৬তেই তারা নিজেদের প্রথম স্মার্টফোন বাজারে আনছে।– সংবাদসংস্থা