বিনোদন ডেস্ক ॥
সংগীতপ্রধান গল্পের সিনেমা ‘অ্যানি’র রিমেক ভার্সনে অভিনয় করছেন হলিউড অভিনেত্রী ক্যামেরুন ডায়াজ। সিনেমায় তিনি একটি অনাথ আশ্রমের প্রধান মিস হ্যানিগান এর চরিত্রে অভিনয় করবেন।
আরেক হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলককে এই সিনেমায় একই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। কারণ রাজি হলে খুবই পাশবিক এবং নৃসংশ্য দৃশ্যে অভিনয় করতে হতো তাকে।
এ তুলনাকে সামনে এনে বলা যায়, এক্ষেত্রে বেশ সাহসী সিদ্ধান্তই নিয়েছেন চল্লিশ বছর বয়সী ডায়াজ। ছবিতে নয় বছর বয়সী কুভেনঝানি ওয়ালিস এর বিপরীতে অভিনয় করবেন তিনি।
‘অ্যানি’র ড্যডি ওয়ার বাক্স-এর চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা জ্যামি ফক্স। উইল গ্লুক পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামি বছরের ২৫ ডিসেম্বর।