শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > অস্ত্র ও ককটেলসহ যুবদল নেতা আটক

অস্ত্র ও ককটেলসহ যুবদল নেতা আটক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগরীর সবুজবাগ থানার মাদারটেক এলাকা থেকে অস্ত্র ও ককটেলসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

হরতাল চলাকালে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ২/এ, পূর্ব মাদারটেকের হাফিজউদ্দিন মাস্টারের টিনসেডের গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন আতাউর রহমান (৩৬) ও মো. মানিক (২২)। তাদের কাছ থেকে একটি ওয়ানশ্যুটারগান, ১টি গুলি, ৩টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ২০ গ্রাম গান পাউডার, পটাশিয়াম পাউডার মিক্সড, ৬টি কৌটা, ৬৩০ গ্রাম স্টোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায় র্যা ব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আলী আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। র্যা ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাত থেকে অভিযানে নামে । একপর্যায়ে সকালে আতাউর রহমান ও মো. মানিককে ওই টিনসেড গ্যারেজ থেকে আটক করা হয়।

আতাউর রহমান সবুজবাগ থানার যুব দলের সদস্য সচিব। সবুজবাগ থানায় তার নামে গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে। সে মাদারটেক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলে জানিয়েছে র্যা ব।

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালে নাশকতা ছড়ানোর জন্য ককটেলগুলো তৈরি করা করা হয়েছিলো বলে ধারণা করছে র্যাব।

র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হবে।