শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৭ সন্তান জন্ম!

অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৭ সন্তান জন্ম!

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
একই সঙ্গে সাত সন্তান প্রসব, তাও আবার কোনো অস্ত্রোপচার ছাড়া! এই অসম্ভবকে সম্ভব করেছেন ইরাকের এক গৃহবধূ।

ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালিপ্রদেশের একটি হাসপাতালে গত সপ্তাহে সাতটি সন্তান প্রসব করেছেন ২৫ বছর বয়সী ওই মা। খবর দ্য ডেইলি মেইল।

একসঙ্গে সাত সন্তানের জন্ম দেয়ার ঘটনা ইরাকের ইতিহাসে এই প্রথম এবং তারা সবাই সুস্থভাবে বেঁচে রয়েছে। কিছু দিন আগে লেবাননের সেইন্ট জর্জেস হাসপাতালে এক মা একই সঙ্গে তিন মেয়ে ও তিন ছেলে জন্ম দেন।

অস্ত্রোপচার ছাড়াই তিনি একে একে ছয় মেয়ে ও এক ছেলেসন্তান জন্ম দিয়েছেন। সব সন্তান ও তিনি সুস্থ স্বাভাবিক রয়েছেন।

একসঙ্গে সাত সন্তান জন্মদান এবং মাসহ সবার সুস্থ থাকার ঘটনা আধুনিক পৃথিবীতে বিরল।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ছয় মেয়ে ও এক ছেলেকে নিয়ে সদ্য সন্তান জন্মদানকারী মা ভালোই আছেন।

শিশুগুলোর বাবা ইউসেফ ফাদল বলেন, তার স্ত্রী এবং তার পরিবার বড় করার কোনো পরিকল্পনা ছিল না। তার পরও তাদের এখন থেকে ১০ শিশুসন্তানের দেখভাল করতে হবে।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস মোইনসে কেনি ও ববি ম্যাককাফি দম্পতির ঘরে একই সঙ্গে সাত সন্তান আসে এবং তারা সবাই সুস্থই ছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই পরিবারকে অভিনন্দন জানাতে হোয়াইট হাউসে ডেকেছিলেন।