শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অস্ট্রেলিয়া সিরিজে উইন্ডিজ দল অপরিবর্তিত

অস্ট্রেলিয়া সিরিজে উইন্ডিজ দল অপরিবর্তিত

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: অস্ট্রেলিয়া সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। সদ্য শেষ হওয়া শ্রীলংকা সফরের টেস্ট দলটিকে অপরিবর্তিত রেখেছে ডব্লিউআইসিবি।

মঙ্গলবার অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে যথারীতি জেসন হোল্ডারকে অ্ধনিায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে ডব্লিউআইসিবি। হোল্ডারের ডেপুটি হিসেবে থাকবেন ক্রেইগ ব্রাফেট।

আর কোচ হিসেবে ফিরিয়ে আনা হলো ফিল সিমন্সকে। গত সেপ্টেম্বরে দল গঠন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার ঘটনায় চাকরি হারান সিমন্স।

১৫ সদস্যের দলে নতুন মুখ বলতে অলরাউন্ডার কার্লোস ব্রাফেট। ক্যারিবিয়ানদের হয়ে ওয়ানডে ও টি-২০ খেলা হলেও এখনো টেস্ট খেলা হয়নি কার্লোসের।

১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ সালের পর যেকোনো মাটিতে অসিদের প্রথমবারের মতো হারানোর দৃঢ়কল্প নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে ক্যারিবিয়ানরা।

অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে চলতি মাসের শেষের দিকে দেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ। মূল সিরিজে মুখোমুখি হওয়ার আগে দুটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জেসন হোল্ডারের দল।

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ১০ ডিসেম্বর হোবার্টে শুরু হবে। এরপর সিরিজের বাকি দুটি ম্যাচ মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাফেট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্লাকউড, কার্লোস ব্রাফেট, ড্যারেন ব্রাভো, রাজেন্দ্র চন্দ্রিকা, শেন ডরউইচ, শেনন গ্যাব্রিয়েল, শাই হোপ, দিনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরোমি টেইলর ও জোমেল ওয়ারিকেন।