বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > অস্ট্রেলিয়া ম্যানাস দ্বীপে বন্দীদের ৭০ মিলিয়ন ডলার দিতে রাজি

অস্ট্রেলিয়া ম্যানাস দ্বীপে বন্দীদের ৭০ মিলিয়ন ডলার দিতে রাজি

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
অস্ট্রেলিয়া সরকার ম্যানাস দ্বীপে বন্দীদের ৭০ মিলিয়ন অস্ট্রেলিয় ডলার ( ৫২ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার) দিতে সম্মত হয়েছে। দেশটির ইতিহাসে বন্দীদের মানবাধিকার নিয়ে সবচেয়ে বড় আইনী ফয়সালা এটি। ম্যানাস দ্বীপে যে ১৯ শতাধিক বন্দী রয়েছে তারা এক সময় পাপুয়া নিউ গিনি দ্বীপে বাস করত। তারা তখন থেকেই গুরুতর শারীরিক ও মানসিক আঘাত পান। অস্ট্রেলিয়ার একটি আইন প্রতিষ্ঠান স্লাটার এন্ড গর্ডন এখন ওই বন্দীদের পক্ষে দেশটির সরকারের সঙ্গে ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। তবে এ সমঝোতা প্রক্রিয়াটির আদালতের অনুমোদন প্রয়োজন হবে।

অস্ট্রেলিয়ার উপকূলে অভিবাসী আটক কেন্দ্রে আটকদের বিভিন্ন সমস্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সমালোচনা রয়েছে। এধরনের অভিবাসীরা বন্দী হিসেবে ম্যানাস দ্বীপে আটক রয়েছে। এছাড়া আরো আটক কেন্দ্রে এধরনের শত শত বন্দী রয়েছে। সিএনএন