বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘অর্থ চুরির পুরো ঘটনা বের করা আমার প্রথম কাজ’

‘অর্থ চুরির পুরো ঘটনা বের করা আমার প্রথম কাজ’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির বলেছেন, ‘অর্থ চুরির পুরো ঘটনা তদন্তের মাধ্যমে বের করাই হবে আমার প্রথম কাজ’।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এছাড়া, রিজার্ভ চুরির ঘটনার পুনরাবৃত্তি রোধ ও বাংলাদেশ ব্যাংকের সংকট সমাধানেরও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তাকে চার বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম