সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > অর্থমন্ত্রী ‘ওল্ড ইয়াং ম্যান’

অর্থমন্ত্রী ‘ওল্ড ইয়াং ম্যান’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল অর্থমন্ত্রীকে ‘ওল্ড ইয়াং ম্যান’ বলে আখ্যা দিয়েছেন।

সোমবার দশম জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ বিশেষণে অভিহিত করেন।

আলোচনায় বাদল বলেন, ‘খালেদা জিয়া সম্প্রতি বলেছেন অন্তবর্তীকালীন নির্বাচনের জন্য আলোচনায় প্রস্তুত। খুব ভালো কথা, আমরা মহাজোট সব সময় আলোচনার জন্য প্রস্তুত ছিলাম, আছি। কিন্তু তাকে নিশ্চিত করতে হবে কাকে সঙ্গে নিয়ে আলোচনা করবেন। আবারও স্পষ্ট করে বলতে চাই, জামায়াতকে সঙ্গে নিয়ে এলে কোনো আলোচনা হবে না, হতে পারে না।’

জাসদ নেতা বলেন, ‘ম্যান মেইড ডিজাস্টার ক্রিয়েটেড বাই বেগম খালেদা জিয়া। আমার একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আছে, কেউ যদি খুন করলে তার বিচার হয় তাহলে সারা দেশের ১ ভাগ জিডিপিকে হত্যা করার কোন অধিকার কী আপনার আছে? যারা সারা দেশের ১ ভাগ জিডিপি যারা ধ্বংস করলো তাদের বিচার কী কোন আইনে করা যায় না?।

সিপিডির সমালোচনা করে বাদল বলেন, ‘সিপিডি বলেছে সমঝোতার মাধ্যমে একটি ইনক্লুসিভ নির্বাচন করার। কিন্তু তারা কি দেখাতে পারবে পৃথিবীর কোনো একটি দেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে অস্বীকারকারীদের সঙ্গে সমঝোতা করেছে?’