বাংলাভূমি২৪ ডেস্ক ॥
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার গুলশানের হোটেল ওয়েস্টিনে জাপান-স্পেন-বাংলাদেশের জয়েন্ট ভেন্সার কোম্পানি আজবি টেলিস্টার বাংলাদেশ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, ‘ছোট বড় সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহবান জানাই যে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকার যেহেতু কাজ করছে এজন্য আপনারা সরকারকে সহযোগিতা করুন।
’এ সময়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মলি-ক, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেহাদা, ঔষধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির, আজবি টেলিস্টারের চেয়ারম্যান টন কাপেলা প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছেন। এজন্য সবার উচিত প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা।
তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আন্দোলনের নামে শিল্পকারখানা জ্বালিয়ে দেয়া, গাড়িতে অগ্নিসংযোগ, মানুষ হত্যা ও দেশের অর্থনীতি ধ্বংস করার মতো তৎপরতা থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবন জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ দেশে অনেক ভুয়া ঔষধ কোম্পানী আছে যারা মানুষের রোগ নিরাময়ের জন্য ঔষধ তৈরি না করে, মানুষ মারার ঔষধ তৈরি করে। এ ব্যাপারে তিনি সবার সচেতনতা কামনা করেন।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম