শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অমর একুশে গ্রন্থমেলা নতুন বই বিক্রি সাড়ে ১৬ কোটি টাকা

অমর একুশে গ্রন্থমেলা নতুন বই বিক্রি সাড়ে ১৬ কোটি টাকা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ এবার অমর একুশে গ্রন্থমেলায় মোট ৩ হাজার ১৩৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। এবারের মেলায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বাংলা একাডেমি বিক্রি করেছে ১ কোটি ১০ লক্ষ ২৪ হাজার ৫ টাকার বই।

মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে অমর একুশে গ্রন্থমেলার সদস্য সচিব ও একাডেমির পরিচালক শাহিদা খাতুন এ তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে শাহিদা খাতুন বলেন, ‘বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা এখন গোটা বাঙালি জাতির প্রাণের মেলাতে পরিণত হয়েছে। এবার একুশে গ্রন্থমেলা ঘিরে দেশ ও দেশের বাইরে যে বিপুল চাঞ্চল্য তৈরি হয়েছে তা আমাদের সাংস্কৃতিক অগ্রসরতার প্রতীক। অমর একুশে গ্রন্থমেলায় গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত বিভিন্ন বিষয়ে নতুন বইয়ের সংখ্যা ২,৯৫৯টি। শেষ দিনে এসেছে ১৭৪টি নতুন বই।

গ্রন্থমেলা ২৭তম দিনেও বাংলা একাডেমির নিজস্ব বিক্রয় ছিল ১ কোটি ১০ লক্ষ ২৪ হাজার ৫ টাকা ৭০ পয়সা। বাংলা একাডেমিসহ এবারের গ্রন্থমেলায় মোট বিক্রির পরিমাণ প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি বিষয়ক সচিব ড.রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি, বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।