শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > অবৈধ চার হাজার একশ’ নার্সের নিয়োগ

অবৈধ চার হাজার একশ’ নার্সের নিয়োগ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ নিয়মবর্হিভূত ৪১০০ জন ডিপ্লোমা নার্সের নিয়োগ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইযারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমিনুদ্দিন ও অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন।

জানা গেছে, নার্সিং নিয়োগবিধি ১৯৭৯ না মেনে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে শুধু ডিপ্লোমা পাস নার্সদের মধ্য থেকে ৪,১২৬ জনকে নিয়োগ দেয়া হবে এ মর্মে ২০১৩ সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বিএসসি পাস নার্সদের পদ শূণ্য রাখা হয়। এরপর বিএসসি পাস নার্সদের মধ্য থেকে ২৬ জন সরকারের এ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, মহাপরিচালক স্বাস্থ্য, পরিচালক নার্স বিভাগসহ সংশ্লিষ্ট সাতজনকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে নার্স নিয়োগের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

তিন মাস পর হাইকোর্ট বিভাগ চূড়ান্ত শুনানি শেষে আজ রোববার নিয়োগ পাওয়া ডিপ্লোমা নার্সদের নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দেন।