শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > অবশেষে রোহিঙ্গা ইস্যুতে মুখ খুলল সৌদি

অবশেষে রোহিঙ্গা ইস্যুতে মুখ খুলল সৌদি

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে এতদিন বিশ্বের বিভিন্ন দেশ সরব হলেও মুখ বন্ধ করে ছিল ইসলামের জন্মভূমি সৌদি আরব। কিন্তু অনেকদিন পর সব নিরবতা ভেঙ্গে মুখ খুলল সৌদি আরব।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের শনিবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মায়ানমারের দমননীতির কঠোর সমালোচনা করে বলেন, আমার দেশ মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন ও জোরপূর্বক অবরুদ্ধকরণের নীতির প্রতি গভীরভাবে উদ্বিগ্ন এবং এর নিন্দা জানাচ্ছে।

উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে কয়েক হাজার রোহিঙ্গা।

জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এ সংকট নিরসনে জাতিসংঘ ও ক্ষমতাধর দেশগুলোর ওপরও চাপ বাড়ছে।