শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > অবশেষে ইউটিউব চ্যানেলটি ফিরে পেলেন নোবেল

অবশেষে ইউটিউব চ্যানেলটি ফিরে পেলেন নোবেল

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’- এর রিপোর্টের ভিত্তিতে কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল ১৪ লাখ সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওএলডি ম্যাক্সট্যান তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এরপর থেকে ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি আর খুঁজে পাওয়া যায়নি। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও নিজের চ্যানেলটি ফিরিয়ে আনতে সক্ষম হন নোবেল।

‘ওএলডি ম্যাক্সট্যান’ সে নিয়েও পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘নোবেল ম্যান এর ইউটিউব চ্যানেল গতকাল মাস্তানের পক্ষ থেকে রিমুভ করার পর! ইউটিউব কতৃপক্ষের সাথে কথা বলে সে তার চ্যানেল ফিরিয়ে আনে! এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, চ্যানেল একবার ব্যাক করলে আরও একশ বার রিমুভ করতে পারবো আমরা! আবারও আপডেট শীঘ্রই আসবে।’