সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অবরোধে বাস বন্ধ, যাত্রীদের ভোগান্তি

অবরোধে বাস বন্ধ, যাত্রীদের ভোগান্তি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দূরপাল্লার পাশাপাশি নগর পরিবহণের বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
মঙ্গলবার সকালে অবরোধ শুরুর পর রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া আসা করছে না। তবে হিউম্যান হলার, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের গাবতলী শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি গাবতলী ছেড়ে যায়নি। তবে কিছু লোকাল গাড়ি চলছে।’
সকালে গাবতলীর রাস্তার দুই পাশে অনেক বাস দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে। যাত্রী কম থাকায় সদরঘাটেও অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে কম লঞ্চ চলছে।
বিআইডিব্লিউটিএর টিআই মাহফুজুর রহমান জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে আগের রাতে ছেড়ে আসা ৩৯টি লঞ্চ ভোরে ঢাকার সদরঘাটে ভেড়ে। আর সকাল সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় চারটি লঞ্চ।সকালে সদরঘাটে পৌঁছে যানবাহন না পেয়ে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন।
বিরোধী দলের কর্মসূচির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হলেও দিনের প্রথমভাগে গণপরিবহনের সংখ্যা একেবারেই কম দেখা যাচ্ছে। বিভিন্ন সড়কে অটোরিকশা, হিউম্যান হলার ও রিকশা চলাচল করলেও বাস না পেয়ে বিভিন্ন মোড়ে অফিসগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বহু মানুষকে হেটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
সোমবার ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে পূর্বনির্ধারিত জনসভা ও কালো পতাকা মিছিল করতে না দেওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।