শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > অপেক্ষমাণ তালিকা থেকে প্রথম দিনে নিবন্ধন ৭৩৫ হজযাত্রীর

অপেক্ষমাণ তালিকা থেকে প্রথম দিনে নিবন্ধন ৭৩৫ হজযাত্রীর

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দুই দিনের প্রথম দিনে অপেক্ষমাণ তালিকা থেকে ৭৩৫ জন পূর্ণাঙ্গ নিবন্ধন সম্পন্ন করছেন। এ নিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার ৩৩৫ জনে।

অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৮৪ জন হজযাত্রী নিবন্ধনের তথ্য পূরণ করেছেন। নিবন্ধিত হয়েছেন তিন হাজার ৬৪২ জন।

বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অপেক্ষমাণ তালিকা থেকে মনোনীত প্রাক নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা তিন হাজার ৩৫৫ জন। তাদের মধ্যে বিভিন্ন হজ এজেন্সি পাসপোর্টের পূর্ণাঙ্গ তথ্যসহ এক হাজার ৬৩৪ জন হজযাত্রীর পূর্ণাঙ্গ নিবন্ধনের তথ্য পূরণ করেছেন।

গাইড ও মোনাজ্জেম ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এক লাখ ১৩ হাজার ৯৫৫ জন।

কয়েক দফা নিবন্ধনের তারিখ পরিবর্তনের পর গত ২৫ এপ্রিল প্রথম দফায় প্রাক নিবন্ধিতদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত প্রাক নিবন্ধিত তালিকার দুই লাখ ১৭ হাজার ২৮৮ ক্রমিকের মধ্যে মোট এক লাখ ১০ হাজার ৬০০ জন নিবন্ধন করেন। অবশিষ্ট তিন হাজার ৩৫৫ জনের খালি কোটার জন্য অপেক্ষমাণ তালিকায় প্রাক নিবন্ধিতদের পরবর্তী সিরিয়াল থেকে নিবন্ধনের সুযোগ দেয়া হয়। দুইদিনের বেঁধে দেয়া সময় আজ বৃহস্পতিবার রাত ৮টায় শেষ হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেইন জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যেই খালি কোটায় পূর্ণাঙ্গ নিবন্ধন সম্পন্ন হবে বলে আশা করছেন তারা।