বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করছে অ্যাপল!

অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করছে অ্যাপল!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: অ্যাপলের কম্পিউটার এবং ল্যাপটপের অপারেটিং সিস্টেমের নাম ‘ওএস এক্স’ পরিবর্তন করে ‘ম্যাক ওস’ রাখার পরিকল্পনা নিয়েছে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের নতুন ল্যাপটপ ও ডেস্টটপের অপারেটিং সিস্টেমকে ‘ম্যাকওস’ নামে অভিহিত করেছে।

অপারেটিং সিস্টেমের নতুন এই নাম একজন ডেভেলপার খুঁজে পান। স্পেশাল ফেমওয়ার্ক বা ফ্লাইট ইউটিলিটিজে নতুন অপারেটিং সিস্টেমের নাম ম্যাক ওস দেখতে পাওয়া যায়। কিন্তু অ্যাপলের পুরাতন ভার্সনের ফ্লাইট ইউটিলিটিজে ম্যাক ওএস পাওয়া যায় না। সেখানে অপারেটিং সিস্টেমের নাম ওএস এক্সই আছে। তার মানেটা হলো, নতুন ডেস্টটপ এবং ল্যাপটপের অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ধারণা করা হচ্ছে অপারেটিং সিস্টেমের নতুন এই নাম অ্যাপলের অন্যসব নতুন গ্যাজেটেও থাকছে। যেমন ওয়াচ ওস, টিভিওসে এবং আইওএস। এই অপারেটিং সিস্টেমগুলো গত বছর অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে আইওএস আইফোনের জন্য ২০০১ সালে অবমুক্ত করা হয়। যা এখন আইওস ৪ নামে ডাকা হয়।

যদি ঘটনা সত্যি হয় তবে অপারেটিং সিস্টেমের নতুন নাম জুনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কেননা, জুন মাসে ‘ওয়াল্ডওয়াইড ডেভেলপার কনফারেণ্স অনুষ্ঠিত হবে।