শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অপহরণের ১৭ দিন পর টেলিটকের ৫ কর্মী উদ্ধার

অপহরণের ১৭ দিন পর টেলিটকের ৫ কর্মী উদ্ধার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি ঃ রাঙ্গামাটি থেকে অপহরণের ১৭ দিন পর খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে টেলিটকের ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির এক প্রকৌশলীসহ অপহৃত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। অপহৃত ব্যক্তিরা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। তবে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় অপহরণকারী কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- বি-টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান।

উল্লেখ্য, গত ৮ জুলাই রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি মেরামতের সময় সশস্ত্র দুর্বৃত্তরা বি-টেকনোলজির ওই ৫ জনকে অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বি-টেকনোলজি কর্তৃপরে সঙ্গে খাগড়াছড়ির একটি গোপন জায়গায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিপণ বাড়িয়ে ৩ কোটি টাকা দাবি করায় সমঝোতা ভেস্তে যায়।

অপহরণের পর থেকে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে পুলিশ ও সেনাবাহিনী।