বাংলাভূমি২৪ ডেস্ক ॥
১. ঘর পরিচ্ছন্ন
নতুন এক ব্রিটিশ গবেষণায় বলা হয়, একজন মানুষ ঘরে প্রবেশের ২৬ সেকেন্ডের মধ্যে আপনার সম্পর্কে ধারণা পেতে পারে। প্রথমেই ঘ্রাণশক্তির মাধ্যমেই বুঝে যায় আপনি কতটা নোংরা। এরপর জামা-জুতা ও অন্যান্য জিনিসপত্র কতটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেদিকে দৃষ্টি চলে যায়।
২. সেলফি
আপনি কেমন ঢঙে সেলফি তোলেন তা দেখেও ব্যক্তিত্বের আভাস পাওয়া যায়।
৩. সংগীত
২০০৩ সালের এক গবেষণায় বলা হয়, কী ধরনের গান শুনছেন তা দিয়ে আপনাকে চেনা যাবে। জটিল ও চিন্তাধারার প্রতিফলন ঘটে এমন গান শুনতে যাঁরা ভালোবাসেন, তাঁরা নতুন অভিজ্ঞতা সংগ্রহে আগ্রহী হন। এঁরা রাজনৈতিক চিন্তায় যথেষ্ট উদারমনা। আর যাঁরা উচ্চলয়ের প্রচলিত গান ভালোবাসেন, তাঁরা সাধারণত বহির্মুখী হয়ে থাকেন।
৪. রং
ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ফুটে উঠতে পারে রং পছন্দের মাধ্যমে। যদি লাল প্রিয় হয়, তবে আপনি বাহ্যিক সাজ-পোশাকে পরিপূর্ণ থাকতে চান। আবার আপনি প্রতিজ্ঞাবদ্ধ ও অনমনীয়। যদি হলুদ হয় পছন্দের রং, তবে যুক্তি ও মূল্যবোধ সম্পর্কে আলাদা ধারণা লাভ করতে চান। আপনি সহজেই সুখী হওয়ার উপাদান খুঁজে পান এবং নতুন কিছু শিখতেই আগ্রহী থাকেন।
৫. পোষা প্রাণী
কুকুর, নাকি বিড়াল পছন্দ করেন? যাঁরা বিড়াল পোষেন না, তাঁরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আগ্রহী। যে নারীরা বড় সাইজের কুকুর পছন্দ করেন, তাঁরা দীর্ঘমেয়াদি সম্পর্কে বিশ্বাসী নন। আবার কুকুর যিনি পোষেন, তিনি অনেক প্রাণশক্তিপূর্ণ। এদিকে বিড়ালভক্তরা হয়ে থাকেন আত্মকেন্দ্রিক ও আবেগপ্রবণ।
৬. জুতা
জুতার দিকে তাকিয়ে সহজেই কারো রুচিবোধ ও ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা মেলে। যাঁরা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, তাঁরা দাঁড়ানো ও হাঁটার সময় কিছুটা সামনের দিকে ঝুঁকে থাকেন। এঁরা পায়ের পাতার সামনের দিকে দেহের ওজন চাপিয়ে দেন। আর যাঁরা আত্মবিশ্বাসী, তাঁরা কিছুটা পেছনের দিকে হেলে থাকেন। দেহের অধিকাংশ ওজন তাঁরা গোড়ালির ওপরই রাখেন। দুই দলের মানুষকে চিনতে পারবেন তাদের জুতার সোলের অবস্থা দেখে। প্রথম দলে সামনে আর দ্বিতীয় দলের পেছনের দিকের সোল বেশি ক্ষয় হবে।
৭. প্রাণীদের প্রতি আচরণ
পশু-পাখির প্রতি আপনার আচরণ বহু তথ্য প্রকাশ করে। একটি কুকুর কারো দিকে বন্ধুসুলভ আচরণ নিয়ে এগিয়ে এলে যদি ওই ব্যক্তি প্রাণীটিকে খেলাচ্ছলে গ্রহণ করেন, তবে তিনি বন্ধুসুলভ মানুষ। তিনি সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়তে রাজি।
-বিজনেস ইনসাইডার