স্পোর্টস ডেস্ক ॥
সর্বশেষে টেস্ট খেলেছেন তিনি ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। এরপর দীর্ঘ প্রায় দুই বছর টেস্ট দলের বাইরে নাসির হোসেন। শুধু তাই নয়, সীমিত ওভারের ক্রিকেটেও এই সময়ে অনিয়মিত ছিলেন তিনি। সে তিনিই কিনা দলে আবার জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের দলে তিনি ফিরলেও বাদ পড়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। তা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।
হঠাৎ আবার কেন দলে নাসির? জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এর ব্যাখ্যায় বলেন, ‘নাসির মূলত জায়গা পেয়েছে অন্য বিবেচনায়। অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান আছেন। মিরাজের সঙ্গে বাড়তি অফস্পিনার হিসেবে তাকে নেওয়া হয়েছে। তা ছাড়া ব্যাটিংও করতে পারে এমন কাউকে আমরা চেয়েছি। সেই হিসেবে নাসির দলে এসেছে।’
নাসিরে আস্থা কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও, ‘নাসির নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করতে পারে। তা ছাড়া সৈকত চোখের সমস্যায় ভুগছে। এ জন্যই একজন বিকল্প খেলোয়াড় তৈরি করে রেখেছি আমরা।
ঘরোয়া আসরে দারুণ খেলেই জাতীয় দলে ফিরেছেন নাসির। জাতীয় লিগের দারুণ একটি ডাবল সেঞ্চুরি করে সবার নজর কাড়েন তিনি। গত জাতীয় লিগে চার ইনিংসে তিনি করেন ৩২৮ রান। যাতে ক্যারিয়ার সেরা ২০১ রানের ইনিংসও রয়েছে।
তা ছাড়া টেস্টে তাঁর পারফরম্যান্স খুব একটা মন্দ নয়। এখন পর্যন্ত খেলা ১৭ টেস্টে আট উইকেট পেয়েছেন এবং ৩৭.৩৪ গড়ে করেছেন ৯৭১ রান। এনটিভি