শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অন্য এক মৌসুমী

অন্য এক মৌসুমী

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অভিনয় নিয়ে জীবনে অনেক কিছু করেছেন। যশ, খ্যাতি, সম্মান, অর্থ- অনেক কিছুই পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করছেন। কিন্তু অনেকদিন থেকেই তিনি মনে মনে স্থির করে রেখেছিলেন সময়-সুযোগ পেলে মন প্রশিক্ষণ কোর্স করবেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৈয়দ হারুন দীর্ঘদিন ধরে বেশ সফলতার সঙ্গে পরিচালনা করছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিলভা আল্ট্রামাইন্ড এসইপি সিস্টেমে প্রশিক্ষণ। গত ২৪ থেকে ২৬শে অক্টোবর তিন দিন অংশ নিলেন মৌসুমী। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ কোর্স। মৌসুমী বেশ মনোযোগ সহকারে অংশ নিলেন কোর্সে। যেন এক অন্য মৌসুমী। বললেন, অনেকদিন যাবৎই ইচ্ছা ছিল কোর্সটি করার। কারণ এ বিষয়ে আমি অনেক শুনেছি, অনেক জেনেছি। কোর্স সম্পন্ন করার পর নিজেকে বেশ হালকা লাগছে। কোর্স পরিচালক সৈয়দ হারুন বলেন, এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। অনেকেই এখানে প্রশিক্ষণ নিয়েছেন। চিত্রনায়ক রিয়াজ নিয়েছেন প্রথমে এককভাবে। এবার স্ত্রী তিনাকে নিয়ে নিচ্ছেন। ২৬শে অক্টোবর ছিল রিয়াজের জন্মদিন। এখানেই কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। সৈয়দ হারুন বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। এক সময় চলচ্চিত্র পরিচালনা করেছি। এখনও চলচ্চিত্রের মানুষজন আমার কাছে এলে খুবই ভাল লাগে। তিনি বলেন, মৌসুমী এসেছেন, রিয়াজ দ্বিতীয়বার এসেছেন সঙ্গে স্ত্রী তিনাকে এনেছেন এটা আমাদের জন্য বেশ আনন্দের।