রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অনেক তদবির করেও শি জিনপিং’র স্বাক্ষাৎ পেলেন না রওশন

অনেক তদবির করেও শি জিনপিং’র স্বাক্ষাৎ পেলেন না রওশন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাজনৈতিক মহলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে শুধু একটি কথা। কেউ কেউ বলছেন, বিরোধী দল হিসেবে জাপা নিজেদের অবস্থান সুসংহত করতে পারেনি। কেউ বলছেন, ‘চীনের প্রেসিডেন্ট কথিত বিরোধী দলের কোন খোঁজ নেয় নাই’।

অনেক তদবির করেও জিনপিং এর শিডিউলে নিজের সাক্ষাতের বিষয়টি তুলতে পারেন নি বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

শি জিনপিং’র সঙ্গে কেন দেখা করতে ব্যর্থ হলেন রওশন এরশাদ? এমন প্রশ্ন

ফেসবুকে ইবরাহিম খলিল বলেন, ‘শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেই রওশন এরশাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আলাদাভাবে শোপিসের সাথে দেখা করে সময় নষ্টের কোন মানে হয় না। ‘

অঞ্জনা ইসলাম লিখেন, ‘চিংকু বাবু রওশন ম্যাডামরেও খুঁজল না। এতবড় অপমান জাতি মাইনা নিবে কি? লুকটারে দেশে ঢুকতে দেয়ায় উচিত হয় নাই।’

ইবরাহিম খলিল বলেন, ‘শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেই রওশন এরশাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আলাদাভাবে শোপিসের সাথে দেখা করে সময় নষ্টের কোন মানে হয় না। হ্যাশট্যাগ সে নো টু অপজিশন।’

তাসকিন আয়লান লিখেছেন, ‘চাচী রওশন এরশাদ নাকি লজ্জা- অপমানে ফাঁসি খেতে চেয়েছিল কিন্তু পাশে কোন কচুর ডগা পায়নি!! চীনের প্রেসিডেন্ট কথিত বিরোধী দলের কোন খোঁজ নেয় নাই। উলটা বেগম জিয়ার সাথে সৌজন্য বৈঠক করেন।’

দলটির একটি সূত্র মনে করে, দেশের রাজনীতিতে জাপার ভূমিকা নিয়ে সন্দিহান বলেই চীনের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ পাননি জাপার কোনও নেতা