বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > অনিয়মের দায় নির্বাচন কমিশনের : মেনন

অনিয়মের দায় নির্বাচন কমিশনের : মেনন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক॥
উপজেলা নির্বাচনে যতটুকু অনিয়ম হয়েছে, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ও ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন ।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনে অনিয়ম হয়েছে, তা অস্বীকার করি না। কমিশন আরেকটু সক্রিয় ও কঠোর হলে এই অনিয়ম সম্ভব হতো না।

ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যডভোকেট সাহারা খাতুন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, পঞ্চানন বিশ্বাস, হোসনে আরা লুৎফা ডালিয়া, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির রওশন আরা মান্নান প্রমুখ।

রাশেদ খান মেনন বলেন, নির্বাচনের পূর্বে অপশক্তিকে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প ছিল না। ওই নির্বাচন সম্পন্ন করা শুধু যৌক্তিকই ছিল না, ওই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া জাতীয় কর্তব্য ছিল।

মেনন বলেন, তথাকথিত তত্ত্বাবধায়ক ব্যবস্থার সুযোগ নিয়ে ফখর উদ্দীন আহমদ ও মইন উ আহমেদের সেনাসমর্থিত শাসকরা রাজনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করে সামরিক প্রক্রিয়া চিরপ্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। সেই ফখর উদ্দীন-মইন উদ্দীনরা এখনো বিচারের বাইরে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশে এখনো সামরিক শাসকদের বিচার হচ্ছে, যেমন পাকিস্তানে জেনারেল (অব.) পারভেজ মোশাররফের বিচার চলছে, অথচ দুর্ভাগ্যে যে, আমরা আজও ফখর উদ্দীন-মইন উদ্দীনদের আইনের মুখোমুখি দাঁড় করাতে পারিনি।

রাশেদ খান মেনন বলেন, আমাদের দৃঢ় অবস্থানের কারণে তারা সেদিন নির্বাচন দিতে বাধ্য হয়েছে। তাদের বিচার হয়নি বলেই মুক্তিযুদ্ধের পর ’৭৫ এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তা এখনো চালু রয়েছে।

তিনি বলেন, এখনো বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রের আওয়াজ উচ্চারিত হচ্ছে। বিএনপির তারেক রহমান লন্ডনে বসে এবং তার মা খালেদা জিয়া ঢাকায় বসে বললেন ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি’। এটা ইতিহাসের বিকৃতি ছাড়া আর কিছুই নয়। বিএনপি নেত্রী আমাদের জাতীয সঙ্গীত নিয়েও কটাক্ষ করেছেন, তিনি বলেছেন, গণআন্দোলনের মাধ্যমে নাকি গিনেস বুকে নাম ওঠাবেন। গিনেস বুকে তো তিনি ইতিমধ্যেই রেকর্ড করেছেন। সেটি হলো মিথ্যার রেকর্ড এবং ২৯ ডিসেম্বরের কথিত রোড টু ডেমোক্রেসির নাটক।

মেনন বলেন, এই নির্বাচনে অনিয়ম হয়েছে, তা অস্বীকার করি না। ওই নির্বাচনে যতটুকু ভুল-ত্রুটি হয়েছে, সেটির দায় নির্বাচন কমিশনকে (ইসি) নিতে হবে। কমিশন আরেকটু সক্রিয় ও কঠোর হলে এই অনিয়ম সম্ভব হতো না। কিন্তু তাই বলে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়াকে বাতিল করা ঠিক হবে না।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.ক