স্পোর্টস ডেস্ক ॥
ওয়ানডে অধিনায়কত্ব আগেই দেয়া হয়েছিল উইকেটরক্ষক কুইন্টন ডি ককের কাঁধে। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে ছিলেন নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসই। এ দুই ফরম্যাটে তার অধিনায়কত্বের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্তের কথাও জানায়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
তবে সোমবার সকালে হুট করে নিজ থেকেই বাকি থাকা দুই ফরম্যাট অর্থাৎ টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। আর অধিনায়কত্ব ছাড়ার দিন বিকেলেই তাকে টি-টোয়েন্টি দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। অধিনায়কত্ব করবেন কুইন্টন ডি কক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে শুধু ডু প্লেসিস একাই নয়, ছুটি কাটিয়ে ফিরেছেন তারকা পেসার কাগিসো রাবাদাও। তবে হেড কোচ মার্ক বাউচারের আগ্রহ থাকার পরেও স্কোয়াডে ডাকা হয়নি সাবেক অধিনায়ক, মি. ৩৬০ খ্যাত এবি ডি ভিলিয়ার্সকে।
জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই বাউচার বারবার বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ডি ভিলিয়ার্সকে দলে নিতে চান তিনি। ভিলিয়ার্স নিজেও ইঙ্গিত দিয়েছেন ডাক পেলে অবসর ভেঙে দলে ফিরতে রাজি তিনি। কিন্তু সে মিশনে এখনও পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে।
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দল থেকে বাদ পড়েছেন রেজা হেন্ডরিকস, বিউরান হেন্ডরিকস এবং সিসান্দা মাগালা। তবে দলের সঙ্গে রেখে দেয়া হয়েছে অনভিষিক্ত ব্যাটসম্যান পাইট ফন বিলজনকে। অসিদের বিপক্ষে অভিষেকের জোর সম্ভাবনা রয়েছে তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে শুক্রবার। জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। পরে রোববার পোর্ট এলিজাবেথ ও বুধবার কেপটাউনে হবে বাকি দুই ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, পাইট ফন বিলন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিল ফেহলুকায়ো, জনজন স্মাটস, কাগিসো রাবাদা, তাবরাইজ শাসি, লুঙ্গি এনগিডি, জর্ন ফরচুন, এনরিচ নর্ৎজে, ডেল স্টেইন এবং হেনরিখ ক্লাসেন।