রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > অগ্নিঝুঁকিতে রাজধানীর ৯৭৬ শিক্ষা প্রতিষ্ঠান

অগ্নিঝুঁকিতে রাজধানীর ৯৭৬ শিক্ষা প্রতিষ্ঠান

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অগ্নিঝুঁকিতে রয়েছে ৯৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুর সার্ভিস বলছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এসব প্রতিষ্ঠানকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে এক মাসের সময় বেধে দিয়েছে ফায়ার সার্ভিস। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানেও বছরের পর বছর অগ্নিকা-ের ঝুঁকিযুক্ত ভবন নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ফায়ার সার্ভিসের করা অগ্নিঝুঁকির তালিকায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামও।

অতি-ঝুঁকিপূর্ণ তালিকায় আছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে রাসায়নিক ল্যাব রয়েছে কিন্তু অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নেই।

রাজধানীতে অগ্নি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকার ৪ অঞ্চল পরিদর্শনে নামে ফায়ার সার্ভিসের ১১টি দল। প্রাথমিকভাবে ৯শ’ ৭৬টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে অতিঝুঁকিপূর্ণ ৯৪টি। এই তালিকায় আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, বিজি প্রেস উচ্চ বিদ্যালয়, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নর্দান ইউনিভার্সিটিসহ নামি-দামি প্রতিষ্ঠানের নাম।

বাকি ৮শ’ ৮২ ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ।

ঝুঁকি মোকাবেলায় ফায়ার সার্ভিসের আরো কঠোর হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। অতি-ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনে বন্ধ করে দেয়ার পরামর্শ তাদের।

তালিকার প্রতিষ্ঠানগুলোকে এরই মধ্যে সতর্ক করা হয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে এক মাস সময় দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইনডিপেন্ডেন্ট টিভি