বিনোদন ডেস্ক ॥
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ খ্যাত গায়িকা সাজিয়া সুলতানা পুতুল। বরের নাম ইসলাম নুরুল। তাঁর গ্রামের বাড়ি সিলেটের রায়গঞ্জে। কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি ব্যবসা করেন। আজ রাতে ঘরোয়াভাবে পুতুল-ইসলামের বিয়ের আক্দ হবে। ২০ মার্চ মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে সারা হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এর আগে ১৪ মার্চ ঢাকার নিজ বাসায় দুজনের বাগদান হয়েছে। পুতুল বলেন, ‘পারিবারিকভাবেই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। প্রস্তাবটি আসে আট মাস আগে। এত দিন যাচাই-বাছাই প্রক্রিয়া চলেছে। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে তিন দিন আগে। কথাবার্তা বলে মনে হয়েছে, মানুষ হিসেবে তিনি খুব সাধারণ। আশা করি আমরা দুজন দুজনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিতে পারব। জীবনের এমন শুভক্ষণে আমরা সবার কাছে দোয়া চাই।’
বিয়ের দিন রাতে নিজের ইউটিউব চ্যানেল ‘পুতুল গান’ থেকে নতুন গান ‘সময়ের কাছে মিনতি’ প্রকাশ করবেন ফেনীর এই গায়িকা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন তাঁর নিজেরই। ১১ মিনিটের এই গানটি থাকবে তাঁর পঞ্চম একক অ্যালবামে।