রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকার বাসিন্দা মোছা: আদরী খাতুনের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষন করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেন ভুক্তভোগী আদরী খাতুন এর পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীর মেয়ে বলেন, আমার মায়ের নামে চাচী ও চাচাতো ভাই যে, মিথ্যা মামলা করেছে। তারা কি জানে না এখন ডিজিটাল সময় মিথ্যা মামলা করা আইনত দন্ডনীয় অপরাধ। আমার মাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা এই মামলার ভিডিও ফুটেজ নিন আমাদের কাছে থেকে সংগ্রহ করেন। পুলিশ কমিশনার বরাবর দরখাস্ত দিবো আপনারাও সাহায্য করবেন এই মিথ্যা মামলার বিরুদ্ধে সত্য উম্মচন করবেন। একটাই দাবী আমার মাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহত করা তা না হলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আবারও আন্দোলন করবো। আমার চাচা মৃত্য সুরজ আলী হার্ট অ্যাটাক করে ঘোড়া চত্ত্বর (সিটি বাইপাস) এ মারা যায়। এই খবর শুনলাম তার পরের দিন। আমরা জানতে পারি আমার মাকে আসামী করা হয়। এতে আমরা হতবাক হয়ে যায় এবং আমরা এর জন্য ভিডিও সংগ্রহ করি। কারন তখন আমরা আমার নানীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। অথচ আমার মাকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা।