স্টাফ রিপোর্টার ॥ রমজান মাসে ব্যাংক পরিচালনায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় সূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকালে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে ব্যাংকিং লেনদেন করা যাবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।