বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: লবণটা একটু শুণ্যে ভাসিয়ে রাখো। আমার একটু লাগবে।’ ‘কমলা লেবুটা কমলা লেবুটা আমার মাথার কাছে লেগে রয়েছে। কিছুতেই হাতে নামছে না। খাব কী ভাবে?’ ‘আমি ভেসে রয়েছি। আপেলটা ছাদে আটকে রয়েছে। নাগালে পাচ্ছি না।’ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলো নভোচারীদের এমন আলাপচারিতা শোনা যায়।
কেননা, মহাকাশ স্টেশনে চলছিল দুই মহাকাশচারীর খানাপিনার আসর। রীতিমতো ডিনার পার্টি। এরা হলেন, স্কট কেলি ও জেল লিন্ডগ্রেন।
‘থ্যাংক্সগিভিং ডে’-তে ওরা ডিনার দিয়েছিলেন মহাকাশে। আমেরিকায় প্রতি বছরই ঘটা করে পালিত হয় ‘থ্যাঙ্কসগিভিং ডে’। আগের বছর শস্যের ফলন ভাল হয়েছে বলে আর সামনের বছর ঈশ্বরের আশীর্বাদে যাতে তা আরও ভাল হয়, সেই কামনায় পালন করা হয় ‘থ্যাঙ্কসগিভিং ডে’।
যেহেতু তারা মহাকাশে রয়েছেন, তাই সেই সুযোগ হাতছাড়া হয়েছে মহাকাশচারীদের। তাই মহাকাশেই তা পালন করছেন কেলি ও লিন্ডগ্রেন।