স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের রাহাপাড়া এলাকায় গ্লাস প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের আড়ালে নকল ব্যাটারীর পানি বোতলজাত করে বাজারে বিক্রি করছে। এতে করে ক্রেতাদের ধোঁকা দেয়া হচ্ছে।
রাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশে গ্লাস প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামে একটি কারখানা রয়েছে। এ কারখানাটির ভেতরে ব্যাটারীর পানি বোতলজাত করছে এবং তা বাজারে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করছে। সরেজমিনে দেখা যায়, ব্যাটারীর বোতল গুলোর গায়ে দু’ধরণের লেভেল লাগানো রয়েছে। একটি হলো, গ্রীনবাড কনজ্যুপ্যাক, অপরটি হলো, সলিড পাওয়ার।
এ বিষয়ে কথা বলার জন্য কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে মার্কেটিং এক্সিকিউটিভ রিফাত নামে একজনের সাথে কথা হয়। তিনি জানান, গ্লাস প্যাকেজড ড্রিংকিং ওয়াটার প্রোডাক্টটি বিএসটিআই (গাজীপুর) থেকে অনুমোদিত। ব্যাটারীর পানি বোতলজাতের জন্য কোন অনুমোদন নেয়া হয়নি। এ বিষয়ে মালিক পক্ষের নামে কথা বলার জন্য কারো সেলফোন দিতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন।