স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি ব্যবসায়িক ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে ভবনের মালিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কন্যা হৃদিতা সাহা।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার বাসিন্দা রতন সাহা স্ত্রী দীপালী রানী সাহার নামে উত্তর দাড়িয়াপুর মৌজায় ১২ শতাংশ জমিতে ‘দিপালী ট্রেড সেন্টার’ নামে একটি দুইতলা ভবন নির্মাণ করে সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। উক্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল।
বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দীপালী রানী সাহা আদালতে একটি পিটিশন মামলা (নং—৭৩/২০২৫) দায়ের করলে আদালত সরেজমিন তদন্তের জন্য কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)—কে দায়িত্ব প্রদান করেন। এসিল্যান্ড কর্তৃক নিযুক্ত তহশিলদার ১৭ এপ্রিল বিকাল ৪টার দিকে তদন্তের জন্য ঘটনাস্থলে গেলে, রতন সাহাও সেখানে উপস্থিত হন।
অভিযোগে বলা হয়, এ সময় মোফাজ্জল হোসেন (৫৫), মোঃ শফিউদ্দিন (৬০), মোঃ রোকন উদ্দিন (৬৫), মোঃ শিমুল (৩৫), ইসমাইল হোসেন (৩৫), মোঃ হাবিল উদ্দিন (৬৭), মোঃ শরীফ মন্ডল (৩৫), নজরুল ইসলাম (৪০), মোঃ সোহরাব (৩০), মোঃ ফজলু মিয়া (৫০), মোঃ রতন মিয়া (৬০), মোঃ শুকুর আলী (৩০) ও ইছব মিয়া (৪৫) সহ আরও ২০—২৫ জন দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে দিপালী ট্রেড সেন্টারের সামনের মাঠে অনধিকার প্রবেশ করেন।
এসময় তারা তদন্ত কার্যক্রমে বাধা প্রদান করে এবং ভবনের মালিক রতন সাহাকে মারধর করে গুরুতর আহত করেন। হামলাকারীরা রতন সাহার হাতে থাকা আনুমানিক ৮০ হাজার টাকার একটি মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মার্কেটের সিসিটিভি ডিভিআর খুলে নিয়ে যায়।
পরে তারা পার্শ্ববর্তী রতন সাহার সিএনজি পাম্পে ঢুকে অফিস কক্ষের থাই গ্লাস ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়—ক্ষতি করে। হামলাকারীরা পাম্প অফিসের কাউন্টার থেকে নগদ ২০ লাখ টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় রতন সাহাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।