স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে অভিনেত্রী মিতা নূরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ রাজধানীর গুলশান-২ এর বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ জানান, সকাল সাতটায় খবর পেয়ে গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ১৫ নম্বর হোল্ডিংয়ের লেকভিউ নামের বাড়ির ৫ তলা থেকে মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ সময় তার গলায় ওড়না প্যাঁচানো ছিল বলে জানান তিনি। তার লাশ এখন ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে ।